কলকাতা: বৃহস্পতিবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে ভয়াবহ আগুন। কলকাতা থেকে পুরুলিয়াগামী যাত্রীবাহী বেসরকারি বাসটি হাওড়াগামী লেনে উঠতেই হঠাৎ আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে। কেউ জানলা দিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন, কেউ কন্ডাক্টরের চিৎকারে বাস থেকে তড়িঘড়ি নেমে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের এক চাকা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। ব্রিজের নিচে থাকা একটি ঝুপড়িতেও আগুন ছড়ায়।
দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কোনও যাত্রীর হতাহতের খবর নেই, তবে যাত্রীদের লাগেজ ও মালপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ঘটনার জেরে আপ-ডাউন দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাপক যানজট তৈরি হয় সেতু চত্বরে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।