এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ড, এমার্জেন্সির সিটি স্ক্যান বিভাগে আগুন

কলকাতা: এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ আগুন লাগে সিটি স্ক্যান বিল্ডিংয়ে।

খবর পেয়েই দমকলের ন’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুর করে। আগুনের উৎসস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে যা জানা যায় আগুনে কেউ আটকে নেই। তবে এই ঘটনার জেরে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, এসএসকেএমের এমার্জেন্সির বিল্ডিংয়ের ল্যাবে আগুন লাগে। যেখানে আগুন লেগেছে, সেটি এসএসকেএম-এর এমার্জেন্সি বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত। সেখানে সিটি স্ক্যান হয়। বেশ কিছু ল্যাবরেটরি রয়েছে। একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও রয়েছে। সেখানে কোনো রোগী ছিলেন না বলেই জানা যায়। তবে হাসপাতালের কর্মী-সহ বেশ কিছু লোকজন ছিলেন। তাঁদের মোটামুটি বের করে আনা গিয়েছে বলেই খবর।

কর্মীরা জানান, সিটি স্ক্যান মেশিন থেকেই আগুন লেগে যায়। তাঁরা নিজেরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ন’টি ইঞ্জিন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন