মেচেদায় ভয়াবহ আগুন! ভস্মীভূত বস্তি, মৃত ২

মেচেদা: পূর্ব মেদিনীপুরের মেচেদাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মেচেদা রেল স্টেশনের কাছে ঝুপড়িতে আগুন লেগে ভস্মীভুত হয়ে গেল বস্তির একাংশ। জানা গিয়েছে, আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গিয়েছে প্রায় ১৫টি ঝুপড়ি।

ঘটনায় প্রকাশ, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। একটি ঝুপড়িতে রান্না করাকালীন সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। সেই সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও বস্তির সিংহভাগই আগুনে ভস্মীভুত হয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু বাবা গোকুল কর (৭০) ও মেয়ে মলিনা (৩৫)-র। কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা বলেন, ‘‘মেচেদা রেল ব্রিজের কাছে বস্তির প্রায় ১৫টি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগাই। দু’জনের মৃতদেহ উদ্ধার করেছি।’’

স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকালবেলা বস্তির অনেক লোক কাজে যায়। সেই সময় অনেকের বাড়িতেই রান্না হয়। তখনই এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হচ্ছে। একটি বাড়িতে আগুন লাগার পর বস্তির অনেকগুলি ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে”। তবে বাসিন্দারা রান্না থেকে আগুন লাগার কথা বললেও দমকল এখনও আগুনের কারণ নিয়ে নিশ্চিত নয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক