বিস্ফোরণের সঙ্গে আগুন লেগে গেল ডানলপের বহুতলে, এলাকায় আলোড়ন

ব্যারাকপুর: বুধবার তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল ডানলপের বহুতল। আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তাঁরা। আতঙ্কিত এলাকাবাসী।

এ দিন সকাল ১১টার কিছু সময় পরে ওই বহুতলে আগুন লাগে। স্থানীয়রা খবর দেন দমকলে। ওই বহুতলে অনেকে আটকে রয়েছেন বলেও আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। ল্যাডার দিয়ে চলে উদ্ধারকাজ। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগও। যদিও দমকল সূত্রে খবর যে তলায় বিস্ফোরণ হয়েছে সেটি ফাঁকাই পড়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। তবে এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দমকল সূত্রে খবর, আগুন কী করে লাগল তা এখনও স্পষ্ট নয়। বহুতলের ভিতরে একটি ব্যাঙ্ক এবং একটি রেস্তোরাঁ আছে। বেশ কয়েকটি দোকানও রয়েছে বহুতলের নীচে। তদন্ত শুরু করেছে দমকল।

আরও পড়ুন: শুষ্ক আবহাওয়ার শুরু, কবে আসবে শীত?

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন