কলকাতা: সল্টলেকে আগুনের গ্রাসে শতাধিক ঝুপড়ি। রবিবার ফাল্গুনী বাজারের পিছনের ঝুপড়িতে ভয়াবহ আগুন। নিমেষে লেলিহান শিখার গ্রাসে চলে যায় একের পর এক ঝুপড়ি।
ঘটনায় প্রকাশ, রবিবার সন্ধে নাগাদ আচমকাই ফাল্গুণী আবাসনের ঠিক পিছনদিকের বসতিতে থেকে দাউদাউ অগ্নিশিখা চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠান। ততক্ষণে আগুন অবশ্য অনেকটা ছড়িয়ে পড়েছে। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও আয়ত্তে আনতে পারেনি। ফলে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন দমকল মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুজিত বসু। তিনি দমকল কর্মীদের কাছ থেকে পরিস্থিতি বুঝে নেন। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন। তবে বিধ্বংসী আগুনে ঝুপড়ির বেশিরভাগ ঘরই পুড়ে গিয়েছে। মাথার উপর আশ্রয় হারানোর আতঙ্কে তাঁরা কাঁপছেন।