Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! তিনটি কামরা ভস্মীভূত, আতঙ্ক যাত্রীদের মধ্যে - NewsOnly24

অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! তিনটি কামরা ভস্মীভূত, আতঙ্ক যাত্রীদের মধ্যে

শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ল অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেস। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ট্রেনের তিনটি কামরা। ঘটনাটি ঘটেছে অম্বালা থেকে আধ কিলোমিটার দূরে, পঞ্জাবের সিরহিন্দ রেলস্টেশনের কাছে

সূত্রের খবর, ট্রেনটি সিরহিন্দ স্টেশনে ঢোকার ঠিক আগে স্থানীয়রা ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা ট্রেনের গার্ডকে সতর্ক করেন। গার্ড ট্রেনচালকের সঙ্গে যোগাযোগ করে ট্রেনটি জরুরি ভিত্তিতে থামিয়ে দেন। এরপরই দেখা যায়, ট্রেনের ১৯ নম্বর কামরা থেকে আগুনের শিখা উঠছে। যাত্রীদের দ্রুত ওই কামরা থেকে নামিয়ে আনা হয়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি কামরায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন ও রেলের আধিকারিকরা। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়েছে। তবে ততক্ষণে ট্রেনের তিনটি কামরাই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

একজন যাত্রী জানিয়েছেন, “হঠাৎ ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। তারপরই চিৎকার শুনতে পাই। সবাই ব্যাগপত্র নিয়ে নামতে শুরু করেন, কেউ কেউ হুড়োহুড়িতে পড়ে যান।”

উত্তর রেল-এর তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ১২২০৪ অমৃতসর–সহরসা গরিব রথ এক্সপ্রেস যখন বঠিন্ডা স্টেশন পার করছিল, তখনই একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় এক যাত্রী সামান্য আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, কোনও বৈদ্যুতিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Related posts

সংসদে ফের নামবিভ্রাট! প্রধানমন্ত্রীকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বললেন বিজেপি সাংসদ অভিজিৎ, হাসির রোল লোকসভায়

আস্থাভোটের আগেই ইস্তফা বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের, দলের নির্দেশ মানলেন অবশেষে

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় রদবদল: ১০ মিনিট আগে প্রশ্নপত্র, সাপ্লিমেন্টারিতেও সময় ছাড়