ভয়াবহ ভূমিধস সিকিমে। এর জেরে ধসে পড়ে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি। মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে।
ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে বলে জানা গেছে। ধ্বংসের সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেন স্থানীয়রা। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, আগে থেকেই বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, মঙ্গলবার সকালে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ছে জলবিদ্যুৎ কেন্দ্রের উপরে। এই ঘটনার জেরে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার স্টেজ ৫ বাঁধটি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাঁধের একাংশ।
জানা গিয়েছে, ৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। ছোট ছোট ভূমিধসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এরপর ধসে পড়া মাটিতে এটি চাপা পড়ে যায়।