রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড): উত্তরাখণ্ডের হিমালয় মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা শুরু হচ্ছে ২৫ এপ্রিল। প্রতিদিন সর্বাধিক ১৩ হাজার তীর্থযাত্রী কেদারনাথ দর্শন করতে পারবেন।
রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ুর দীক্ষিত মঙ্গলবার এক সংবাদিক বৈঠকে জানান, প্রতিদিন কত মানুষ কেদারনাথ দর্শন করতে পারবেন তার সংখ্যা স্থির করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। প্রতিদিন সর্বাধিক ১৩,০০০ তীর্থযাত্রী কেদারনাথ দর্শন করতে পারবেন। তীর্থযাত্রীদের সুবিধার জন্য একটি টোকেন সিস্টেমও চালু করা হয়েছে। এর ফলে কেদারনাথ যাত্রা আরও সুষ্ঠু এবং দুর্ঘটনামুক্ত ভাবে পরিচালনা করা সম্ভব হবে।
যাত্রাপথে ২২ জন ডাক্তার এবং সমান সংখ্যক ফার্মাসিস্ট মোতায়েন করায় তীর্থযাত্রীরা এই সময় আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবেন। চিকিৎসকদের মধ্যে থাকবেন দুইজন অর্থোপেডিক সার্জন। পুরো রুট বরাবর ১২টি মেডিকেল রিলিফ পয়েন্টও স্থাপন করা হয়েছে। এই রুটে ছ’টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে, যার মধ্যে তিনটি রিজার্ভ রাখা হয়েছে এবং যেকোনো জরুরি প্রয়োজনে সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করেছে।
সুলভ ইন্টারন্যাশনালকে যাত্রা পথ পরিষ্কার রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। মন্দির চত্বর পরিষ্কার রাখার দায়িত্বে থাকছে কেদারনাথ নগর পঞ্চায়েত। বর্জ্য জিনিসপত্রে যাতে রাস্তাঘাট নোংরা না হয়, তার ব্যবস্থাও রাখা হবে। প্লাস্টিক এবং জলের বোতলগুলির জন্য একটি কিউআর-কোড সিস্টেম প্রয়োগ করা হচ্ছে। ঘোড়া ও অন্যান্য বাহক পশুদের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করছে পশুপালন দফতর। জল সংস্থা সোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধাম পর্যন্ত তীর্থযাত্রীদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য ন’টি জল পরিশোধক স্থাপন করেছে।