মেছুয়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুর পর এবার কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার। শহরের ছাদের উপরে থাকা সব রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। বরো ভিত্তিক রিপোর্ট তৈরি করে একে একে রেস্তোরাঁগুলিতে পাঠানো হচ্ছে নির্দেশিকা।
মেয়র স্পষ্ট জানিয়েছেন, “যেভাবে কেউ নীচের জমি বিক্রি করতে পারেন না, তেমন ছাদও বিক্রি করার অধিকার নেই। রুফটপ খোলা থাকবে, কিন্তু রেস্তোরাঁ চলবে না। কারণ, নিচে আগুন লাগলে ছাদই হয়ে ওঠে শেষ আশ্রয়স্থল।”
মেছুয়া বাজারের হোটেল দুর্ঘটনায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে অধিকাংশের। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে যান ঘটনাস্থলে। পরিদর্শন করেন বড়বাজার, জোড়াসাঁকো এবং ম্যাগমা মার্কেট। সেখানে ২৪টি গ্যাস সিলিন্ডার গাদাগাদি করে রাখা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সরাসরি মেয়রকে কড়া হতে বলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন দমকল, পুরসভা ও পুলিশ কমিশনারকে যৌথ বৈঠকে বসার। সিদ্ধান্ত হয়, শহরের সব রুফটপ রেস্তোরাঁ বন্ধ করতে হবে দ্রুত। এখন চলছে তালিকা তৈরির কাজ— কোন এলাকায়, কতগুলি রেস্তোরাঁ রয়েছে ছাদের উপর, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তার প্রশ্নে আর কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।