কলকাতা: অধিবেশন চলাকালীন উত্তাল কলকাতা পুরসভার অধিবেশনকক্ষ। চেয়ারে বসা নিয়ে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে বাঁধল তীব্র বচসা। শনিবার তৃণমূলের সঙ্গে বচসায় জড়ালেন বাম এবং বিজেপি কাউন্সিলররা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অধিবেশনের কাজ পর্যন্ত বন্ধ করতে হয়।
ঘটনায় প্রকাশ, প্রাক্তন মেয়র পারিষদ তথা কলকাতা পুরনিগমের কাউন্সিলর শামসুজ্জামান আনসারি দেরি করে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এরপর তিনি বসতে যান বিরোধীদের জন্য বরাদ্দ জায়গায়। তিনি না কি যে চেয়ারে বসেন, সেটি বিজেপির পরিষদীয় দলনেত্রী মীনাদেবী পুরোহিতের জন্য বরাদ্দ। এর পরই ঝামেলা শুরু হয় বলে অভিযোগ।
অধিবেশনকক্ষে প্রাক্তন মেয়র পারিষদদের জন্য আলাদা আসন বরাদ্দ রয়েছে। কিন্তু শামসুজ্জামান আনসারি ওই চেয়ারে বসতে গেলে বিরোধীদলের কাউন্সিলর বারবার বলতে থাকেন, ওটা মীনাদেবীর জন্য বরাদ্দ জায়গা। তার পরও মীনাদেবীর ডেস্কের উপরে রাখা যাবতীয় কাগজপত্র এবং বই, পাশের আসনে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এর পরই চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। বিজেপি-বামেরা একযোগে শাসকদলকে নিশানা করেন। তৃণমূলের তরফে এগিয়ে যান তপন দাশগুপ্ত, অসীম বসুরা। দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায়। তবে, শাসকদলের কাউন্সিলররাই দু’পক্ষের কাছে গিয়ে হাত জোর করে চুপ করান। ঝামেলার পর তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী নিজের জায়গায় বসতে দেন শামসুজ্জামান আনসারিকে।