মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন কাণ্ড: জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন কাণ্ডে সাসপেন্ড হওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, ঘটনায় গাফিলতি থাকলেও সম্পূর্ণ দায় জুনিয়র চিকিৎসকদের ওপর চাপানো উচিত হয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, তবে এর জন্য শুধু জুনিয়র চিকিৎসকদের দায়ী করা ঠিক হয়নি। তাঁদের ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নারায়ণ, তুমি আরও সিরিয়াস হও, যোগাযোগ বাড়াও।” একই সঙ্গে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যালাইন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞার নির্দেশ দেন তিনি। সুপার ও প্রিন্সিপালদের প্রতি তিন মাস অন্তর স্যালাইনের গুণমান পরীক্ষা করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে