Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এসআইআরের কাজের চাপ! এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু মেমারির বিএলও-র - NewsOnly24

এসআইআরের কাজের চাপ! এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু মেমারির বিএলও-র

রাজ্য জুড়ে যখন জোরকদমে চলছে এসআইআরের (Summary Revision of Electoral Roll) কাজ, তারই মাঝে এক মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু হল এক বিএলও-র (Booth Level Officer)। পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপ এবং প্রশাসনিক চাপের কারণেই এই মৃত্যু।

নিহত মহিলার নাম নমিতা হাঁসদা (৫০)। তিনি মেমারি ২ নম্বর ব্লকের ২৭৮ নম্বর বুথের বিএলও এবং পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁর বাড়ি মেমারির চক বলরামপুরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে মেমারি থানার বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুর এলাকায় এনুমারেশন ফর্ম বিলি করছিলেন নমিতা। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। রাতেই তাঁর মৃত্যু হয়। রবিবার সকালে কালনা শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃতার স্বামী মাধব হাঁসদা জানান, “বিডিও-র অফিস থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল। বলা হচ্ছিল, ‘এখনও ৮০ শতাংশ কাজ বাকি, দ্রুত শেষ করতে হবে।’ সন্ধের পরেও ফর্ম বিলি করছিল ও। এত কাজের চাপ নিতে না পেরে চিন্তায় ভুগছিল। আমি বলেছিলাম, এত চিন্তা কোরো না। শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোকে মৃত্যু হল ওর।”

নমিতার ছেলে, যিনি কর্মসূত্রে বাইরে থাকেন, জানান, “মা মাঝে মাঝে ফোনে বলত, কাজ কিছুই বুঝতে পারছি না, চাপ নিতে পারছি না। তবে কে চাপ দিচ্ছে সেটা বলেনি কখনও। শনিবার রাতে ফোন আসে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে জানানো হয় মা আর নেই।”

ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া। সহকর্মীরা জানান, নমিতা অত্যন্ত দায়িত্ববান কর্মী ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এসআইআরের কাজ নিয়ে প্রশাসনিক চাপ বেড়ে যাওয়ায় অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।

যদিও এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

Related posts

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস

রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায়, ২২ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা