প্রথম পাতা খবর অভিষেক-শ্যালিকাকে বিমান বন্দরে আটকানো ঠিক হয়নি, হাইকোর্টে বলল ইডি

অভিষেক-শ্যালিকাকে বিমান বন্দরে আটকানো ঠিক হয়নি, হাইকোর্টে বলল ইডি

268 views
A+A-
Reset

কলকাতা: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের করা মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। তাঁকে কেন কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন মেনকা। বুধবার ও বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয়। শুক্রবার রায়দান হবে।

মেনকাকে বিমানবন্দরে আটকে রাখা ঠিক হয়নি বলে হাইকোর্টকে জানিয়েছে ইডি। তবে একইসঙ্গে আদালতে স্বপক্ষ সমর্থনে তাঁদের যুক্তি, ঘটনাটি ‘হয়রানি’ হলেও ‘আদালতের অবমাননা’ নয়।

গত ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কক যেতে চাওয়া মেনকা গম্ভীরকে দীর্ঘক্ষণ বিমান বন্দরে আটকে রাখার অভিযোগ ছিল অভিবাসন দফতরের বিরুদ্ধে। আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও কেন বিদেশ সফরে বাধা দেওয়া হল মেনকাকে, তা নিয়েই প্রশ্ন উঠেছিল। এ ব্যাপারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে ইডি এবং অভিবাসন দফতরের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল আদালত।

ইডির তরফে আইনজীবী এসভি রাজু উল্লেখ করেন, যদি মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটক করা হয়ে থাকে, তা হলে সেটা ঠিক হয়নি। এটা ইচ্ছাকৃত নয়। তাই এটা আদালত অবমাননার নয় অভিযোগ নয়, হয়রানির অভিযোগ হতে পারে।

প্রসঙ্গত, ৩০ আগস্টের রায়ে আদালত জানিয়েছিল, কয়লাপাচারের তদন্তে ইডি চাইলে মেনকাকে জেরা করতে পারে। তবে কলকাতাতেই তাঁকে জেরা করতে হবে। কিন্তু, মানেকার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। মেনকার আইনজীবীর বক্তব্য হল, আদালতের এই নির্দেশ লঙ্ঘন করেছে ইডি। মেনকাকে ব্যাঙ্কক যেতে না দেওয়াকেই আদালতের নির্দেশের অবমাননা বলে ব্যাখ্যা করা হয়েছে। এখন দেখার শুক্রবার হাইকোর্টের রায় কোন দিকে যায়!

আরও পড়ুন: শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক লুঠ, পুজোর মুখে সর্বস্বান্ত বারাসাতের ব্যবসায়ী

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.