কলকাতা: কয়লাকাণ্ডে ইডি-র তলবে মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। সময় মতোই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছোন তিনি। অথচ গিয়ে দেখেন, কেন্দ্রীয় সংস্থার অফিসের গেটে তখন ঝুলছে তালা।
ঘটনায় প্রকাশ, মাঝরাতে বন্ধ ছিল ইডির অফিস। নিরাপত্তারক্ষীদের ডেকে তালা খুলিয়ে ভিতরে ঢোকেন তিনি। লিফটে চড়ে ইডির অফিসেও পৌঁছে যান। কিন্তু সেখানে কেউ ছিলেন না বলে দাবি মেনকা এবং তাঁর আইনজীবীর। পাঁচ মিনিট অপেক্ষা করার পর নীচে নেমে আসেন তাঁরা। কেন মেনকাকে এমন সময়ে তলব করা হল?
জানা গিয়েছে, সমনে লেখা ছিল মেনকাকে হাজিরা দিতে হবে ১২ সেপ্টেম্বর ১২.৩০ এএম (AM) অর্থাৎ রাত্রি সাড়ে ১২টায়। সোমবার সকালে ইডি সূত্রের খবর, ভুলবশত পিএম (PM)-এর জায়গায় লেখা হয়েছে এএম। এতেই বিভ্রান্তি।
সূত্রের খবর, এর পর কয়লাকাণ্ডে ফের মেনকাকে নোটিস পাঠিয়েছে ইডি। এএম-এর জায়গায় পিএম লিখে নোটিস পাঠানো হয়েছে। তবে ইডি-র এএম-পিএম বিভ্রান্তিতে ভোগান্তি পোহাতে হল মেনকাকে। আইনজ্ঞদের মতে, সূর্যাস্তের পর কোনো মহিলাকে তলব করা যায় না।