ডেস্ক: রাজ্যে পারদ নেমেছে, বইবে উত্তুরে হাওয়া। বৃষ্টির পর থেকে আকাশ পরিষ্কারও হয়েছে। শুষ্ক আবহাওয়া ফিরবে বাংলায়। কমবে পূবালী হাওয়ায় জলীয়বাষ্পের দাপট। আগামী চার দিন হেমন্তের পরিবেশ থাকবে জানাচ্ছে হাওয়া অফিস। জেলায় জেলায় কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ থাকছে। অর্থাৎ গত কয়েকদিনের দুর্যোগের পর আবহাওয়ার উন্নতি দেখছে হাওয়া অফিস। কাল থেকে কমবে রাতের তাপমাত্রা।
বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আগামী দু থেকে তিন দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে তার পরের ২ দিনে তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশার দেখা মিলিছে।
আরও পড়ুন: ১৯৮৯ সালের এই দিন! পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের
বুধবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।