ভ্যাপসা গরমে ফের একবার নাজেহাল পরিস্থিত তৈরি হয়েছে শহর কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অস্বস্তি বাড়াচ্ছে অসহ্য গরম। আপাতত দিন তিনেক কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ভ্যাবসা গরম থাকবে। তবে তার পরেই দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। যদিও আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে আগামী শনিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে ডুয়ার্সের বুকে। তারপর ক্রমশ তা ছড়িয়ে পড়বে দক্ষিণবঙ্গের বুকে। আগামী সপ্তাহের বুধ কী বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। তখন কিছুটা হলেও এই ভ্যাবসা গরম থেকে রেহাই মিলবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারা উর্ধমুখী থাকবে। ফলে গরম বেশি অনুভূত হবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এই তাপমাত্রা বৃদ্ধির হার অপেক্ষাকৃত বেশি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা প্রায় নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবারে পর থেকে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিকতে আবহাওয়ার বদল ঘটবে। শনিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ মে শনিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।