Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
১৩ ডিসেম্বর যুবভারতীতে মিনি ডার্বি, দেখবেন মেসি, পুরস্কারও তুলে দেবেন খেলোয়াড়দের হাতে - NewsOnly24

১৩ ডিসেম্বর যুবভারতীতে মিনি ডার্বি, দেখবেন মেসি, পুরস্কারও তুলে দেবেন খেলোয়াড়দের হাতে

চোদ্দ বছর পর ফের কলকাতা মাতাতে আসছেন লিওনেল মেসি। ২০১১ সালে দেশের জার্সিতে অধিনায়ক হিসাবে প্রথমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নেমেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। সেই থেকে শুরু হয়েছিল এক নতুন অধ্যায়—যা পরবর্তীতে বিশ্ব ফুটবলের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা হয়েছে। এবার বিশ্বজয়ী হিসাবে, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আবার ফিরছেন তিনি কলকাতায়।

তবে এবার মাঠে খেলতে নয়, যোগ দিতে আসছেন ‘GOAT Concert’-এ, যা আয়োজন করা হচ্ছে মেসির সম্মানে। একই দিনে, অর্থাৎ ১৩ ডিসেম্বর যুবভারতীতে আয়োজিত হবে এক বিশেষ “মিনি কলকাতা ডার্বি”—যেখানে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মেসি অল স্টার্স বনাম মোহনবাগান মেসি অল স্টার্স

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই দলেরই সেরা দেশি-বিদেশি তারকারা অংশ নেবেন এই প্রদর্শনী ম্যাচে। জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেবেন স্বয়ং মেসি। তিনি গোটা ম্যাচ উপভোগও করবেন মাঠে বসে।

এই বিশেষ ডার্বি ও কনসার্ট ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে উত্তেজনা তুঙ্গে। Zomato District অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে, যার দাম শুরু ৩,৮৩৫ টাকা থেকে। সর্বোচ্চ টিকিটের দাম ১৪,৭৫০ টাকা, যা ক্রয় করলে দর্শকরা বসতে পারবেন VIP গ্যালারিতে।

মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক বিশেষ মঞ্চ। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মঞ্চে তাঁর সঙ্গে থাকতে পারেন অমিতাভ বচ্চন-ও।১৪ বছর আগের মতোই এবারও কলকাতায় মেসি মানেই এক নতুন ইতিহাস, এক নতুন উন্মাদনা। শুধু ফুটবল নয়, এই সফর যেন হয়ে উঠছে ‘গোট মোমেন্ট’—যেখানে কিংবদন্তির উপস্থিতিতে মিশে যাচ্ছে খেলা, সংগীত ও আবেগের সুর।

Related posts

ডিসেম্বর থেকে মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করতে পারবেন পরিবারের সদস্যরাই, পশ্চিমবঙ্গে চালু নতুন নিয়ম

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, শীতের আমেজে ধাক্কা, বৃষ্টি কী হবে?

রাজ্যে ভোটার তালিকা ম্যাপিংয়ে মিলছে না ২৬ লক্ষ নাম, এসআইআর প্রক্রিয়ায় নতুন উদ্বেগ