এ বারের বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের

চলতি বছরের জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। গড় হিসেবে এই বৃষ্টিপাত দীর্ঘমেয়াদি গড়ের প্রায় ১০৮ শতাংশ হতে পারে। এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

দফতর আরও জানিয়েছে, গোটা বর্ষা মরসুমে (আশ্বিন মাস পর্যন্ত) দেশে গড় বৃষ্টিপাত দীর্ঘমেয়াদি গড়ের প্রায় ১০৬ শতাংশ হতে পারে, যা বোঝায় যে এবার বর্ষাকাল স্বাভাবিকের তুলনায় আর্দ্র হতে চলেছে।

ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম. রবিচন্দ্রন বলেন, বর্ষা-নির্ভর কৃষি অঞ্চলে — যেমন মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, ওড়িশা এবং আশেপাশের এলাকা — স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতরের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে উত্তর-পূর্ব ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। মধ্য ও দক্ষিণ ভারতের অনেক অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭১ থেকে ২০২০ সালের মধ্যে বর্ষার গড় বৃষ্টিপাত ধরা হয়েছে ৮৭ সেন্টিমিটার। তার ভিত্তিতে এবারের পূর্বাভাস অনুযায়ী, বর্ষাকালে দেশের মোট বৃষ্টিপাত এই গড়ের ১০৬ শতাংশ হতে পারে, এবং এটি ±৪ শতাংশ ত্রুটিসীমার মধ্যে থাকবে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে