আগামী সোমবার বুদ্ধপূর্ণিমা। ওইদিন ব্লু লাইনে (কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুট) চলবে কম মেট্রো। তবে প্রান্তিক স্টেশন থেকে প্রথম ও শেষ মেট্রো নির্ধারিত সময়েই চলবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
সাধারণত ব্লু লাইনে দিনে মোট ২৬২টি মেট্রো চললেও সোমবার চলবে ২৩৬টি। পরিষেবা শুরু হবে নোয়াপাড়া ও কবি সুভাষ থেকে যথাক্রমে সকাল ৬টা ৫০ ও ৬টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে রাত ৯টা ২৮ মিনিটে এবং দমদম রুটে রাত ৯টা ৪০ মিনিটে। বিশেষ রাত্রিকালীন মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে।
গ্রিন লাইন ১, গ্রিন লাইন ২, পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা থাকবে স্বাভাবিক।