কলকাতা: ১ জানুয়ারি রবিবার হলেও অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, নতুন বছরের প্রথম দিন অতিরিক্ত মেট্রো থাকছে।
অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। মেট্রো যাত্রীদের সুবিধার্থে রবিবার সকাল ৬টা ৫০ থেকে ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৮৮টি মেট্রো থাকবে। আপ ও ডাউন মিলিয়ে উভয় দিকে ৯৪টি করে মেট্রো চলবে।
এর ফলে মেট্রোর সময়সূচিতেও খানিক বদল হয়েছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে দিনের প্রথম মেট্রো সকাল ৯টার বদলে ৬টা ৫০ মিনিটে ছাড়বে। দমদম থেকে কবি সুভাষ স্টেশনের উদ্দেশে যাওয়া মেট্রো সকাল ৯টার পরিবর্তে ৬টা ৫০ মিনিটে ছাড়বে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়া দিনের প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়। তবে দিনের শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও বদল ঘটছে না।
অন্য দিকে, ইস্ট-ওয়েস্ট করিডোরে সকাল ৯টা থেকে ৪৪টি পরিষেবা আপ ও ডাউন মিলিয়ে ৪৪টি মেট্রো চলবে। উল্লেখ্য, গ্রিন লাইনে রবিবার মেট্রো পরিষেবা থাকে না। তবে পয়লা জানুয়ারি থাকছে।