মার্চ থেকেই চালু হবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা

কলকাতা: আগামী মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্তর্গত সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাবে। বুধবার কসবার পরিবহণ ভবনে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক করেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এবং রেল বিকাশ নিগম লিমিটেডের আধিকারিকদের সঙ্গে। সেই বৈঠকের পর তিনি এ খবর জানান। ফুলবাগান ও শিয়ালদহের মধ্যে আপাতত একটি লাইনে ট্রেন চলাচল করলেও আগামী ডিসেম্বরে দু’টি লাইনই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অন্য দিকে এই বছরেই জোকা-বি বা দী বাগ মেট্রোর নির্মাণকাজের দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এই পর্বে মোমিনপুর থেকে এসপ্লানেড পর্যন্ত অংশে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হবে। এই নির্মাণ কাজ নিয়ে সেনাবাহিনীর আপত্তি থাকায় বিষয়টি আদালত পর্যন্ত যায়। আদালতে বাহিনী জানায় রাজ্যের আপত্তির কারণে কাজ আটকে না গেলে তাদের অনুমতি দিতে কোন বাধা নেই। এর পরই কাজ শুরু করার সিদ্ধান্ত হয়।

এই নির্মাণ কাজের জন্য খিদিরপুরে পানীয় জল ও নিকাশির লাইন সরানোর বিষয়ে পরিকল্পনা করতে চলতি মাসেই কলকাতা পুরসভা এবং মেট্রো রেল কর্তৃপক্ষ বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই প্রকল্পে মেট্রোর জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে লাইন বসানো এবং স্টেশন নির্মাণের কাজ শেষ হয়েছে। এর পর মাঝেরহাট স্টেশনের নির্মাণকাজ সম্পূর্ণ হলেই ওই মেট্রোপথের প্রথম অংশে পরিষেবা চালু করার কথা ভাবা হয়েছে।

আরও পড়ুন: গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন