দোলের দিন দেরিতে শুরু হবে মেট্রো পরিষেবা

কলকাতা: দোলর দিন অর্থাৎ ১৮ মার্চ শুক্রবার দেরিতে শুরু হবে মেট্রো পরিষেবা। ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখার তিনটি প্রান্তিক স্টেশন— দমদম, কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে থেকে। বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।


অন্য দিকে ইস্ট-ওয়েস্ট শাখার মেট্রো শুরু হবে আরও দেরিতে। ওই দিন প্রথম মেট্রো রওনা হবে দুপুর ৩টেয়। তবে প্রথম মেট্রোর সময় বদলালেও রাতের শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না। ওই দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। ইস্ট-ওয়েস্ট শাখায় ফুলবাগান এবং সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে সাড়ে ৭টায়। হোলির দিনও শেষ মেট্রোর সময় একই থাকবে। ওই দিন সকালে নিয়মমাফিক সাতটা থেকেই শুরু হবে মেট্রো চলাচল।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে