৫০ শতাংশ যাত্রী নিয়ে আজ থেকে চালু হল মেট্রো পরিষেবা

ডেস্ক : ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুক্রবার থেকে শুরু হল মেট্রো পরিষেবা। সপ্তাহে ৫দিন মিলবে এই পরিষেবা। শনিবার আগের মতো চলবে স্টাফ স্পেশাল মেট্রো।

এর আগে সপ্তাহে ৬ দিন চলত স্টাফ স্পেশাল মেট্রো। এখন থেকে পাঁচদিন সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত মেট্রো চালানো হবে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, নিউ গড়িয়া -দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৯২টি ট্রেন টালানো হবে। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি মেট্রো।

তবে এখনও বন্ধ থাকছে টোকেন পরিষেবা। কেবল মাত্র স্মার্ট কার্ডের মাধ্যেমই মেট্রোয় ভ্রমণ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন