অফিস টাইমে ফের ধাক্কা খেল কলকাতা মেট্রো পরিষেবা। শনিবার সকালে নিউ গড়িয়াগামী একটি মেট্রো রেক খারাপ হয়ে যাওয়ায় দমদম-কবি সুভাষ লাইনের ডাউন রুটে থেমে থেমে চলেছে ট্রেন। যতীন দাস পার্ক স্টেশনে ওই রেকটি বিকল হয়ে পড়ে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।
ঘটনার জেরে পর পর একাধিক মেট্রো দাঁড়িয়ে পড়ে লাইনে। অফিসগামী যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। মেট্রোর দাবি, সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ পরিষেবা আংশিক স্বাভাবিক হয়। তবে যাত্রীদের বক্তব্য, প্রতিটি স্টেশনে গিয়ে মেট্রো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে, ফলে স্বাভাবিক ছন্দে ফিরতে আরও সময় লাগবে।
এ নিয়ে চলতি সপ্তাহেই দ্বিতীয়বার মেট্রো পরিষেবা ব্যাহত হল। এর আগে সোমবার সকালে পাতালপথে জল ঢুকে যাওয়ায় দু’ঘণ্টার জন্য বন্ধ ছিল দক্ষিণেশ্বর-কবি সুভাষ মেট্রো চলাচল। তখনও চরম দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের।