কলকাতা: আজ, মঙ্গলবার পার্পল লাইনে চলবে সীমিত সংখ্যক মেট্রো। মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিক্যাল কারণে আজ ২৪ মিনিটের বদলে ৪০ মিনিট অন্তর চলবে ট্রেন। ফলে ভোগান্তিতে পড়তে পারেন নিত্যযাত্রীরা।
সাধারণত এই লাইনে দিনে ৬২টি মেট্রো চলে, তবে আজ চলবে মাত্র ৩৮টি (১৯টি আপ ও ১৯টি ডাউন)। জোকা থেকে প্রথম মেট্রো সকাল ৮টায় এবং শেষ মেট্রো রাত ৮টায়। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো সকাল ৮টা ২০-তে, শেষ মেট্রো রাত ৮টা ২০-তে।