রবিবারের বিভ্রাট কাটিয়ে ১৭ ঘণ্টা পর স্বাভাবিক দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা

কলকাতা: রবিবার দুপুর থেকে নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে চলেইনি কোনও মেট্রো। অবশেষে প্রায় ১৭ ঘণ্টা পর, সোমবার সকালে, দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা ফের চালু হল।

রবিবার বাতিল করা হয়েছিল ৮০টি ট্রেন। যা কলকাতা মেট্রোর ইতিহাসে বেশ নজিরবিহীন ঘটনা। থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের গোলমালের জেরেই ঘটেছিল এই বিভ্রাট। কিন্তু সারা রাত কাজের পর ওই বিভ্রাট সামাল দেওয়া গিয়েছে। এর জেরে সোমবার সকাল থেকে ওই লাইনে স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা।

এ দিন সকাল থেকে অবশ্য স্বাভাবিক ছন্দেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। চালু আছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পরিষেবাও। তবে রবিবারের অভিজ্ঞতার পর অনেকেই ওই রুট এড়িয়ে যাচ্ছেন।

থার্ড রেলে বা রেকে বিভ্রাটের জেরে পরিষেবা ব্যাহত হওয়া মেট্রো রেলে নতুন কিছু নয়। কিন্তু এ ভাবে দীর্ঘক্ষণ একাংশে পরিষেবা বন্ধ থাকার ঘটনা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন। এই ঘটনায় মেট্রোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ভূমিকাতেও মেট্রো রেলের জেনারেলের ম্যানেজার যারপরনাই ক্ষুব্ধ বলেই সূত্রের খবর।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন