সপ্তাহান্তে বদলাচ্ছে সময়সূচি, টালিগঞ্জ-কবি সুভাষ মেট্রোয় সকালে কখন মিলবে পরিষেবা?

কলকাতা: ট্র্যাক ও পাওয়ার সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য সপ্তাহান্তে পরিষেবার সময়সূচি বদলাচ্ছে কলকাতা মেট্রোয়। শনিবার ও রবিবার সকালে একটা নির্দিষ্ট সময় মিলবে না পরিষেবা! তবে সপ্তাহের বাকি দিনগুলির জন্য কোনো হেরফের হবে না। বৃহস্পতিবার মেট্রোর তরফে নতুন বিজ্ঞপ্তি দিয়ে তা এমনটাই জানানো হয়েছে।

আগামী ৬ মে থেকে ১১ জুন, প্রত্যেক শনিবার এবং রবিবার কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টায়। এই সময়ের মধ্যে ৫টি শনিবার এবং রবিবার অতীতের সময় অনুযায়ী দক্ষিণেশ্বর এবং দমদম থেকে মেট্রো পরিষেবা শুরু হলেও তা সকাল ১০টা অবধি মহানায়ক উত্তম কুমার পর্যন্তই সীমিত থাকবে।

অর্থাৎ যাত্রীরা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাত্রা করতে চাইলে, তা এই নির্দিষ্ট ১০ দিন ১০টার পরই শুরু হবে। মেট্রো কর্তৃপক্ষ ভিডিয়ো বার্তায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মে মাসের ৬, ১৩, ২০, ২৭ এবং জুনের ৩ তারিখ পর্যন্ত প্রত্যেক শনিবার কবি সুভাষ থেকে সকাল ১০টায় মেট্রো পরিষেবা শুরু হবে। মে মাসের ৭, ১৪, ২১, ২৮ এবং জুনের ৪ তারিখ পর্যন্ত, প্রত্যেক রবিবারও শনিবারের মতোই কবি সুভাষ থেকে পরিষেবা শুরু হবে ঠিক সকাল ১০টায়।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে