Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গঙ্গার তলদেশ দিয়ে ছুটল মেট্রো, শুরু ট্রায়াল রান - NewsOnly24

গঙ্গার তলদেশ দিয়ে ছুটল মেট্রো, শুরু ট্রায়াল রান

কলকাতা: বৃহস্পতিবার গঙ্গার নীচ দিয়ে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান। জানা গিয়েছে, সবুজ সংকেত বা ছাড়পত্র পেলে এ বছরই গঙ্গার তলা দিয়ে চালু হবে কলকাতার স্বপ্নের মেট্রো পথ।

একপারে কলকাতা, অপর পারে হাওড়া। মাঝখানে বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গার নীচ দিয়ে দুই পাড়ের দুই শহরকে জুড়ে দিল মেট্রো। ইতিহাসের পাতায় একসঙ্গে নাম লেখা হল দুই শহরের। গত ১২ তারিখ হয়েছিল রেক মুভমেন্ট টেস্ট রান।

এ দিন থেকে শুরু হয়ে গেল ট্রায়াল। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাগাতার ট্রায়াল রান চলবে প্রায় ৭ মাস। এমনিতে নদীর তলার ৫২০ মিটারের সুড়ঙ্গ পার হতে ৪৫ সেকেন্ড লাগার কথা। তবে মহড়ায় গতি অনেকটাই মন্থর।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রথমে গতি দেখা হবে। তারপর বাড়ানো হবে। রেক পরীক্ষা হবে। সুরক্ষার দিক গুলি দেখা হবে। এর পর ছাড়পত্র মিলে গেলে খুব বেশি সময় লাগবে না যাত্রী পরিষেবা শুরু হতে। এ বছরের শেষে না হলেও ২০২৪ সালের গোড়ায় চালু হয়ে যাবে এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন হয়ে ময়দানে যাওয়ার মেট্রো।

*ট্রায়াল রান। ছবি: রাজীব বসু

Related posts

৬ মাসে ৯০ লক্ষ ভক্ত, দৈনিক আয় ৪ লক্ষ—জগন্নাথ মন্দির দিঘাকে তীর্থস্থানে পরিণত করেছে

মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির