পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা এখনও কাশ্মীরেই, স্থানীয় সহযোগিতার সন্দেহ এনআইএ-র

পহেলগাঁওয়ে হামলার পিছনে থাকা জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীরেই লুকিয়ে রয়েছে বলে দাবি জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ)।

এনআইএ সূত্র জানায়, পাহাড়ি অঞ্চলে আত্মগোপনের জন্য জঙ্গিরা আগেভাগেই সঙ্গে রেখেছিল পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম। তদন্তকারীদের অনুমান, এই ধরনের প্রস্তুতির পিছনে স্থানীয় স্তরের সহযোগিতা রয়েছে।

জানা গিয়েছে, হামলার পর জঙ্গিরা পার্কের বাঁ দিকের বেড়া পেরিয়ে জঙ্গলের দিকে পালায়। তারা উচ্চ নিরাপত্তার স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলছিল, যা সিমবিহীন এবং চিহ্নিত করা কঠিন। বৈসরন উপত্যকায় তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণ মিলেছে, যার মধ্যে দুটি ফোনের সিগন্যাল ধরা পড়েছে।

এই ঘটনার তদন্তে আড়াই হাজারের বেশি মানুষ সন্দেহের তালিকায় রয়েছে। এ পর্যন্ত ১৮৬ জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক