পহেলগাঁওয়ে হামলার পিছনে থাকা জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীরেই লুকিয়ে রয়েছে বলে দাবি জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ)।
এনআইএ সূত্র জানায়, পাহাড়ি অঞ্চলে আত্মগোপনের জন্য জঙ্গিরা আগেভাগেই সঙ্গে রেখেছিল পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম। তদন্তকারীদের অনুমান, এই ধরনের প্রস্তুতির পিছনে স্থানীয় স্তরের সহযোগিতা রয়েছে।
জানা গিয়েছে, হামলার পর জঙ্গিরা পার্কের বাঁ দিকের বেড়া পেরিয়ে জঙ্গলের দিকে পালায়। তারা উচ্চ নিরাপত্তার স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলছিল, যা সিমবিহীন এবং চিহ্নিত করা কঠিন। বৈসরন উপত্যকায় তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণ মিলেছে, যার মধ্যে দুটি ফোনের সিগন্যাল ধরা পড়েছে।
এই ঘটনার তদন্তে আড়াই হাজারের বেশি মানুষ সন্দেহের তালিকায় রয়েছে। এ পর্যন্ত ১৮৬ জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।