নয়াদিল্লি: মঙ্গলবার দিল্লিতে দলের সাংসদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব সাংসদরা উপস্থিত থাকলেও হাজির ছিলেন না মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। কেন তারা অনুপস্থিত ছিলেন শোকজ করে দুই অভিনেত্রী সাংসদের কাছে জানতে চাইল দল।
সূত্রের খবর বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চান কেন, কেন এমন একটা জরুরি বৈঠকে তাঁরা গরহাজির। এর পরই তাঁদের শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনে বৈঠকে অবশ্য হাজির ছিলেন না শিশির অধিকারি এবং দিব্যেন্দু অধিকারি।
সংসদের শীতকালীন বৈঠকে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে কী ভাবে ‘সুর বাঁধা’ হবে তা নিয়ে আলোচনা করেন অভিষেক। তিনি ইঙ্গিত দেন কংগ্রেস নয় বিরোধী জোটের নেতৃত্ব দিতে হবে তৃণমূলকেই। ডায়মন্ডহারবারের সাংসদ অভিযোগ করেন, বিরোধী ঐক্য নিয়ে কংগ্রেস দ্বিচারিতা করেছে। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। আবার তৃণমূল যখন গোয়ায় যাচ্ছে তখন তারা প্রশ্ন তুলছে বিরোধী ঐক্য নিয়ে। তিনি বলেন, ‘‘দল থেমে থাকবে না। যেখানে আসন পাওয়ার সম্ভবনা থাকবে সেখানেই যাব।’’