রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে টুইটে তোপ মিমির

কলকাতা : রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে টুইট করে মোদী সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। মঙ্গলবার তিনি টুইটে লেখেন, ‘‘আজ সকালে আমার বাড়িতে রান্নার গ্যাস এসেছে। আমি (দাম দেখে) মাথা ঘুরে পড়ে গেছি। প্রতিশ্রুতির কী হল? রক্ত বিক্রি করে কি ভারত আত্মনির্ভর হবে?’’

রান্নার গ্যাসের দাম যে হারে বাড়তে শুরু করেছে তাতে মধ্যবিত্তের আশঙ্কা, খুব তাড়াতাড়ি তা হাজারের ঘর ছুঁয়ে ফেলবে। পাঁচদিনের মাথায় সোমবার থেকে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৮৪৫টাকা ৫০ পয়সা। গত ফেব্রুয়ারি মাসে চারবার বাড়ল গ্যাসের দাম।

শুধু ভর্তুকিযুক্ত নয়, বাণিজিক গ্যাসের দামও বেড়েছ। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ১,৬৮১টাকা ৫০ পয়সা।

লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে জ্বালানি তেলেরও। পেট্রোল ইতিমধ্যেই সেঞ্চুরি করেছে। ডিজেলও আশি পার। করোনা-কালে যেখানে মধ্যবিত্তের আর্থিক অবস্থা বেহাল তখন এভাবে লাফিয়ে লাফিয়ে রান্নার গ্যাসের দাম বাড়া গোদের উপর বিষ ফোড়ার মতো।

আরও পড়ুন : বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে প্রযোজকরা এগিয়ে আসুক, চান পরিচালকরা

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক