কলকাতা: তাজপুরে মহিলা বন আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে বিতর্কের জের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রবিবার পদত্যাগ ঘোষণা করলেন কারামন্ত্রী অখিল গিরি।
শনিবার তাজপুরে বন আধিকারিক মনীষা সাউয়ের সঙ্গে দুর্ব্যবহার করেন কারামন্ত্রী অখিল। এ দিন জানিয়ে দিলেন, “কালই (সোমবার) পদত্যাগ করব, মুখ্যমন্ত্রীকে চিঠি দেব।” তিনি বলেন, “দলের হয়তো মনে হয়েছে, আমার জন্য ভাবমূর্তি নষ্ট হয়েছে। পদত্যাগ করে সাধারণ মানুষের পাশে থাকব।”
মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন অখিল। ‘জানোয়ার’, ‘বেয়াদব’ জাতীয় শব্দও তাঁর উদ্দেশে ব্যবহার করেছিলেন। এই ঘটনার পর পরই ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। শেষমেশ কড়া অবস্থান নেন তৃণমূলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলকে ছেঁটে ফেলে ঘরে এবং বাইরে বার্তা দিলেন মমতা। একদিকে যেমন দলীয় কর্মীদের বুঝিয়ে দিলেন, অন্যায় কোনোমতেই বরদাস্ত করা হবে না, অন্য দিকে এই ইস্যুতে বিরোধীরা যে ভাবে সুর চড়াতে শুরু করেছিল, সেটাও বন্ধ হয়ে গেল।
পদত্যাগ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে অখিল বলেন, “আমি দলের নির্দেশ মানব। মুখ্যমন্ত্রী আমাকে পদত্যাগ করার জন্য সুব্রত বক্সীকে বলেছিলেন। সুব্রত বক্সী আমাকে ফোন করে সে কথা বলেন। আমি পদত্যাগ করব। পদত্যাগপত্র আমি ইতিমধ্যেই লিখে ফেলেছি। আমি কালকেই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়ে দেব। দল কঠোর হলে হবে। অসহায় মানুষগুলোর পাশে রয়েছি। যাতে কোনওভাবে বঞ্চিত না হয় ওরা।”