নির্মম অত্যাচারের শিকার এক নাবালক। মোবাইল চুরির অভিযোগে ১৪ বছরের সামসাদ আলিকে উল্টে ঝুলিয়ে, বিদ্যুতের তারে ‘শক’ দিয়ে নির্যাতন চালানো হল পোশাক রং করার একটি কারখানায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কানখুলি পূর্বপাড়ায়। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া মহল্লাজুড়ে, পুলিশে অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা শাহেনশাহ ওই কারখানার মালিক। সামসাদ ও তার দাদা কিছু দিন আগে ইসলামপুর থেকে কাজ করতে এসেছিল। সামসাদের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তুলে কয়েকজন প্রাপ্তবয়স্ক সহকর্মী নির্মমভাবে তাকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ।
ভিডিয়োতে দেখা যায়, হাফপ্যান্ট ও পুরনো টিশার্ট পরা কিশোরকে উল্টো ঝুলিয়ে বিদ্যুৎপৃষ্ট করা হচ্ছে। ছেলের উপর এমন নির্মম নির্যাতনের দৃশ্য দেখে শিউরে উঠেছে পরিবার। ইসলামপুর থানার পাশাপাশি মহেশতলার রবীন্দ্রনগর থানাতেও অভিযোগ জানানো হয়েছে।
অভিযুক্তরা পলাতক হলেও, প্রশাসনের আশ্বাস—শিশু সুরক্ষা আইনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এলাকার বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।