হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য

কলকাতা: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক সমস্য়া খুব গুরুতর নয়। পালস জেনারেটর অর্থাৎ পেসমেকারের ব্য়াটারি বদলের জন্য়ই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

ঘটনায় প্রকাশ, বুধবার দুপুরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,মীরা ভট্টাচার্যের চিকিৎসায় তিন চিকিৎসকের বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দীপঙ্কর মুখোপাধ্যায়, ডা. উদয় নারায়ণ মুখোপাধ্যায় এবং ডা. সুবীর সেন।

ব্যাটারি পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। টেম্পোরারি পেসমেকার সার্পোটে রেখে অস্ত্রোপচারের মাধ্যমে মীরাদেবীর পালস জেনারেটর বদলে ফেলা হয়েছে। অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

তবে তাঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, সে বিষয়ে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালের তরফে কিছু জনানো হয়নি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক