কলকাতা: জনপ্রিয় অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগে জোড়াসাঁকো থানায় অভিযোগ দাখিল করেছেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। সম্প্রতি সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির একটি কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে দেওয়া মিঠুনের ভাষণ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই ভাষণের প্রেক্ষাপটে মিঠুনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায়ও এফআইআর দায়ের হয়েছে।
২৭ অক্টোবরের ওই সভায়, মিঠুন চক্রবর্তী একাধিক বিতর্কিত মন্তব্য করেন। বক্তব্যে তিনি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, “ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না, কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!” এছাড়াও তিনি বিজেপির কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘যা করতে হয় সব করব। সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা পিছপা হব না।’’
এই ধরনের বক্তব্য সমাজে সম্প্রীতি বিঘ্নিত করতে পারে, এই আশঙ্কায় জোড়াসাঁকো এলাকার কিছু বাসিন্দা থানায় অভিযোগ জানিয়েছেন। এর আগে একই ভাষণের বিরুদ্ধে বৌবাজার এবং বিধাননগর থানাতেও মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।