ডেস্ক: হিরণের সমর্থনে খড়গপুরে মিঠুনের রোড শো। মঙ্গলবার সকালে হুডখোলা গাড়িতে চেপে খড়গপুর সদরে নির্বানী প্রচারে মিঠুন। সঙ্গে প্রার্থী হিরণকে নিয়ে চলল রঙিন প্রচার। সুসজ্জিত গাড়িতে কোমর দোলাতেও এদিন দেখা গেল মিঠুনকে।
এদিন বিজেপির বর্ণাঢ্য রোড শোয়ে মিঠুনকে দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। আবেগাপ্লুত মহাগুরু নিজেও। বললেন, ‘‘বাংলার সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক।’’
একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে আজ সেসব অতীত। পুরনো দলের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করেছিলেন বহু আগেই। এরপর ভোটের মুখে এবার বিজেপিতে যোগ। ২৫ মার্চ থেকে পুরোদমে দলের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন মহাগুরু। জেলায়-জেলায় দলী প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। কাছ থেকে মহাগুরুকে দেখতে বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি রীতিমতো ভিড় জমাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকেও।