বাইক নিয়ে লরিকে ধাক্কা মদন মিত্রের, বড়সড় দুর্ঘটনার থেকে বরাতজোরে রক্ষা বিধায়কের

বিটি রোডের উপর পথ দুর্ঘটনার কবলে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিটি রোডের কাছে রথতলায় বিধায়ক মদন মিত্র নিজে হাতে বাইক চালিয়ে যাওয়ার সময় তাঁর বাইকের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পরপরই অল্পবিস্তর আহত বিধায়ক মদন মিত্রকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত সুস্থ আছেন মদন মিত্র বলেই জানা গিয়েছে।

স্থানীয় একটি পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠানে যাওয়ার সময় যানজটে আটকে পড়েন মদন মিত্র। এই সময় যানজট কাটিয়ে দ্রুত অনুষ্ঠানে পৌঁছনোর তাগিদে তিনি তাঁর গাড়ি থেকে নেমে নিজেই একটা বাইক চালিয়ে অনুষ্ঠান স্থলের উদ্দেশ্যে রওনা দেন।

এরপরই ঘটে দুর্ঘটনা। পথে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর বাইকের। লরিতে ধাক্কা মারার পর বাইক সহ রাস্তায় উল্টে পড়েন মদন মিত্র। ঘটনার জেরে ওই সময় বিটি রোডে তৈরি হয় চূড়ান্ত উত্তেজনা।

দুর্ঘটনায় পায়ে চোট লেগেছে মদন মিত্রের। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আপাতত কয়েকদিন বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। এই ঘটনার প্রাথমিক অভিঘাত কাটিয়ে উঠে মদন মিত্র জানান, এদিন তিনি যেন একেবারে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক