উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জুতোর মধ্যে মোবাইল, ধরা পড়তেই বাতিল হল পরীক্ষা

খাস কলকাতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে প্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার কলকাতার বিনোদিনী গার্লস স্কুলে এক ছাত্রী জুতোর মধ্যে মোবাইল লুকিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিল।

নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হলেও, কীভাবে মোবাইল ধরা পড়েনি তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরীক্ষা চলাকালীন ইনভিজিলেটরদের সন্দেহ হওয়ায় কড়া নজরদারি চালানো হয়। পরে মোবাইল-সহ তাকে হাতেনাতে ধরা হয়।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ওই ছাত্রীর পরীক্ষা বাতিল করা হয়েছে। পাঠভবনের প্রধান শিক্ষিকাও ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রসায়ন, সাংবাদিকতা ও গনজ্ঞাপন, আরবি, সংস্কৃত, ফারসি এবং ফরাসি বিষয়ের পরীক্ষা ছিল। রাজ্য জুড়ে পরীক্ষা নির্বিঘ্নে ঘটলেও একজনের মাত্র পরীক্ষা বাতিল হয়েছে। সেটি এই মোবাইল ফোন নিয়ে প্রবেশ সংক্রান্ত ছাত্রীটির।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা