প্রথম পাতা খবর ‘সকল সংসদে খোলা পরিবেশে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক’, বিরোধীদের প্রতি সহযোগিতার আবেদন মোদীর

‘সকল সংসদে খোলা পরিবেশে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক’, বিরোধীদের প্রতি সহযোগিতার আবেদন মোদীর

305 views
A+A-
Reset

আজ থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনে একাধিক ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে কোমর কষছে বিরোধীরা। বাদল অধিবেশনের শুরুতে সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি বিরোধীদের উদ্দেশে বার্তাও দেন। প্রধানমন্ত্রী মোদী খোলা মনে আলোচনা করার এবং তর্ক করার বার্তা দিলেন সকল সংসদ সদস্যকে। তাঁর বক্তব্য, সব সংসদ সদস্যের গভীর ভাবে চিন্তা করা উচিত দেশের পরিস্থিতি সম্পর্কে।

প্রধানমন্ত্রী এদিন সাংসদদের উদ্দেশে বলেন, ‘সংসদে খোলা মনে আলোচনা হতে হবে। প্রয়োজনে বিতর্ক হওয়া উচিত। আমি সকল সংসদ সদস্যকে গভীরভাবে চিন্তা ও আলোচনা করার আহ্বান জানাচ্ছি।’

মোদীর কথায়, ‘এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজাদি কি অমৃত মহোৎসব চলছে। সেই সময় এই অধিবেশন খুব তাৎপর্যপূর্ণ। এই সময় সংকল্প নেওয়ার সময়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। এরই মধ্যে চলছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদ নির্বাচন। এই বাদল অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতির মার্গদর্শন পাব।

আরও পড়ুন :

দুর্গাপুজোর বাজেট থেকে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান

সোমবার থেকে কার্যকর হচ্ছে নয়া জিএসটি হার, দামী হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.