দুর্গাপুরে রাজনৈতিক সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর, বললেন— “বাংলা পরিবর্তন চায়, উন্নয়ন চায়”

শুক্রবার দুর্গাপুরে প্রশাসনিক কর্মসূচি সেরে রাজনৈতিক সভায় বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

‘জয় মা কালী’ ধ্বনি দিয়ে বক্তৃতা শুরু করেন মোদী। বাংলায় ভাষণ দিতে গিয়ে বলেন, “বিজেপি বিকশিত বাংলা চায়। একসময় বাংলা ছিল দেশের বিকাশের কেন্দ্র, কিন্তু এখন এখানকার মানুষকে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। বিজেপি এই পরিস্থিতি বদলাতে চায়। বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়।”

প্রধানমন্ত্রীর দাবি, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ হয়ে উঠবে দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্য। কিন্তু তৃণমূল সরকার সেই পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, “তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না। যত দিন তৃণমূল থাকবে, তত দিন বিনিয়োগ আসবে না, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না। বাংলাকে নতুনভাবে গড়ে তুলতে হলে তৃণমূলকে সরাতেই হবে।”

মোদী তাঁর বক্তৃতায় মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে আনেন। বলেন, “সেখানে পুলিশ পক্ষপাতদুষ্ট। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তৃণমূলের গুন্ডাগিরির জন্য বিনিয়োগকারীরা বাংলায় আসতে চান না। সিন্ডিকেটরাজ দেখে পালিয়ে যান তারা। শিক্ষা ব্যবস্থাও তৃণমূলের আমলে বিপর্যস্ত।”

আরও তীব্রভাবে রাজ্য সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলার হাসপাতালও আজ মেয়েদের জন্য নিরাপদ নয়। আর জি কর এবং কসবাকাণ্ডে দেখা গেছে, কী ভাবে অপরাধীদের আড়াল করতে চায় তৃণমূল। এমনকি কলেজেও ছাত্রীর উপর নির্যাতনে তৃণমূলের লোক জড়িত ছিল। বাংলাকে এই অন্ধকার থেকে বের করতেই বিজেপির লড়াই।”

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের