প্রথম পাতা খবর ট্রাম্পকে “বন্ধু” বলে অভিনন্দন জানালেন মোদী

ট্রাম্পকে “বন্ধু” বলে অভিনন্দন জানালেন মোদী

234 views
A+A-
Reset

নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের প্রবণতা যখন রিপাবলিকানদের স্পষ্ট বিজয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে, ঠিক এমন একটা সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর “বন্ধু” ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় রাষ্ট্রপতি হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। মোদী তাঁর এক্স পোস্টে লিখেছেন, “ আপনার ঐতিহাসিক নির্বাচনী জয়ে অনেক শুভেচ্ছা আমার বন্ধু @realDonaldTrump,”

মোদী আরও বলেন, “আপনার পূর্ববর্তী মেয়াদের সফলতার উপর ভিত্তি করে এবারও ভারত-যুক্তরাষ্ট্রের বিস্তৃত বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আমাদের সহযোগিতা পুনর্নবীকরণে আমি আশাবাদী। আসুন আমরা আমাদের জনগণের মঙ্গলের জন্য এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করি।”

অন্যদিকে, এই বিজয়কে “মার্কিন জনগণের জন্য একটি অসাধারণ জয়” হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। জুলাই ১৩ তারিখে তাঁর উপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “ঈশ্বর আমাকে একটি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য রক্ষা করেছেন।” তিনি রিপাবলিকান প্রচারকে “সময়ের শ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন” আখ্যা দিয়ে বলেন, “আমরা ইতিহাস গড়েছি আজ রাতেই। আমি আপনাদের এবং আপনার পরিবারের জন্য প্রাণপণ লড়াই করব।”

এই নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানরা সকল সাতটি সুইং স্টেট জিততে সক্ষম হয়েছে, যা ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা ৬-১ ব্যবধানে জিতেছিল। ট্রাম্পের এই সাফল্যকে আরও বড় করে তুলেছে সিনেট নিয়ন্ত্রণ ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচনে রিপাবলিকানদের নেতৃত্ব।

4o

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.