প্রথম পাতা খবর কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানে মোদী, প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ভারতীয়রা

কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানে মোদী, প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ভারতীয়রা

64 views
A+A-
Reset

কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপান সফরে একাধিক বৈঠক ও কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ২৩ এবং ২৪ মে টোকিওতে কোয়াড কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী। জাপানে মোট ৪০ ঘণ্টা থাকবেন এবং ২৩টি বৈঠকে অংশ নেবেন তিনি। জাপানে পা রাখতে উঠল হর হর মোদী স্লোগান। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগাত জানাতে টোকিও বিমানবন্দরে তুমুল উল্লাস। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন প্রবাসীরা। আর একবার ধরা দিল বিদেশের মাটিতে মোদীর জনপ্রিয়তা।

মোদীর সময়সূচী অনুযায়ী, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার নব-নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন। উল্লেখ্য, অ্যান্থনি অস্ট্রেলিয়ার নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঠিক একদিন পর কোয়াড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর প্রথম কোয়াড মিট হবে এটি।
কোয়াড কনফারেন্সে ইন্দো-প্যাসিফিক দেশগুলির জলবায়ু পর্যবেক্ষণ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি ডি-কার্বনাইজড গ্রিন শিপিং নেটওয়ার্ক তৈরি করার বিষয়েও আলোচনা হবে। ২৪ মে টোকিওতে অনুষ্ঠিত হতে চলা শীর্ষ সম্মেলনে, কোয়াড নেতারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ এবং সুযোগগুলির সঙ্গে বিশ্বব্যাপী সমস্যা নিয়েও আলোচনা কর হবে। ইউক্রেন-রাশিরার যুদ্ধ নিয়েও আলোচনা হবে এই কোয়াডে।

এদিন ভোরে জাপানে পা রেখেই জাপানি ভাষায় টুইট করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, ‘টোকিওতে অবতরণ করেছি। এই সফরে কোয়াড সামিট, সহকর্মী কোয়াড নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাত, জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপচারিতা এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব আমি।’

সোমবার ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) চালু করার জন্য মার্কিন প্রেসিডেন্টের ডাকা এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে সাপ্লাই-চেন স্থিতিশীল করা, পরিচ্ছন্ন শক্তি, অবকাঠামো এবং ডিজিটাল বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতেই ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারেটি (আইপিইএফ) গঠন করা হচ্ছে। এই অনুষ্ঠানের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.