Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ফের ডার্বি জয় মোহনবাগানের, ৫ ম্যাচে হেরে শূন্য পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল সবার শেষে - NewsOnly24

ফের ডার্বি জয় মোহনবাগানের, ৫ ম্যাচে হেরে শূন্য পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল সবার শেষে

কলকাতা ডার্বিতে আবারও মোহনবাগানের জয়। শনিবার জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেনাল্টির গোলের মাধ্যমে মোহনবাগান ২-০ ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারাল। আইএসএলে এখনও পর্যন্ত মোহনবাগানের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি ইস্টবেঙ্গল। ন’বারের মুখোমুখিতে ইস্টবেঙ্গলের হার আটবার, ড্র একবার।

ম্যাচে মোহনবাগানের মনবীর সিং এবং লিস্টন কোলাসোর আক্রমণ সামলাতে রীতিমতো সমস্যায় পড়েন ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা। মনবীরের পাস থেকে ৪২ মিনিটে এক দারুণ ওয়ান টাচ শটে প্রথম গোল করেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। এরপর ৮৯ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন দিমিত্রি।

ইস্টবেঙ্গলের রক্ষণভাগে দুর্বলতা ছিল স্পষ্ট। মহম্মদ রাকিপ এবং প্রভাত লাকরা সাইডব্যাক হিসেবে খেললেও, লাকরার পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল। তাঁর দিক দিয়ে বারবার আক্রমণ আসে, এবং প্রথম গোলটিও সেখান থেকেই। উল্টো দিকে রাকিপও বলার মতো কিছু করতে পারেননি।

এই জয়ের ফলে মোহনবাগান আইএসএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে, পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে। অন্যদিকে, পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে শূন্য পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে সবার শেষে।

Related posts

নাগরিকত্বের প্রমাণ চাওয়া হল নেতাজির প্রপৌত্রের কাছেও! এসআইআর নোটিসে তীব্র বিতর্ক

মাঘে ঢিলে শীত, কলকাতায় বাড়ছে পারদ, কুয়াশার সতর্কতা জেলায় জেলায়

‘পাল্টাবেন আপনারা’, মোদীর ‘বাংলায় সরকার’ পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক