তিন সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে সরাসরি ট্যাব কেনার টাকা, মুখমন্ত্রীর ঘোষণায় খুশিতে পড়ুয়ারা

ওয়েবডেস্ক : করোনা অতিমারীর কারণে স্কুল কবে খুলবে এখনও স্পষ্ট নয়। অনলাইনে চলছে ক্লাস। কিন্তু অনেক পড়ুয়ার হাতে অনলাইন ক্লাস করার জন্য ট্যাব বা মোবাইল নেই। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় খুশির ছোঁয়া লেগে পড়ুয়াদের মনে।

উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার করবে রাজ্য সরকার। এই টাকা ৩ সপ্তাহের মধ্যে সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে চলে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের ১৪ হাজার উচ্চমাধ্যমিক স্কুল এবং ৬৩৬টি মাদ্রাসার ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দেবে সরকার। এর পাশাপাশি অষ্টম শ্রেণির জন্য প্রতিটি স্কুলকে একটি করে কমপিউটার দেওয়া হবে।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বুধবার, ৩১ জানুয়ারি তৃতীয় দফায় টেট পরীক্ষা

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা