কলকাতা: শুক্রবার রাজ্য জুড়ে বজ্রপাত-সহ বৃষ্টির আশঙ্কা। বিশেষ সতর্কবার্তা আবহাওয়া দফতরের। বজ্রঘাতে মৃত্যু নিয়ে চিন্তিত আবহাওয়াবিদরা।
বজ্রপাতে মৃত্যু কমানোর জন্য মানুষকে আরও সচেতন হওয়ার ব্যাপারে জোর দিচ্ছে আবহাওয়া দফতর। কারণ কোনো এলাকায় বজ্রপাতের নির্দিষ্ট পূর্বাভাস খুব বেশি সময় আগে দেওয়া সম্ভব হয় না। ফলে এমন পূর্বাভাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে। তবে আবহাওয়াবিদরা বজ্রপাত থেকে আগাম সতর্ক হওয়ার জন্য স্মার্ট ফোনে কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ‘দামিনী’ অ্যাপটি রাখার পরামর্শ দিয়েছেন।
কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, এই অ্যাপের মাধ্যমে ৪০ কিমি এলাকার মধ্যে কোনও জায়গায় বজ্রপাতের আশঙ্কা থাকলে তা অন্তত ৩০ মিনিট আগে জানা যায়। বজ্রপাতের পরিস্থিতিতে গাছের তলায় এবং ফাঁকা জায়গায় না-থাকলে মৃত্যু আটকানো সম্ভব।
তিনি আরও বলেন, প্রাক-বর্ষা ও বর্ষা বিদায়ের সময় বজ্রপাতের আশঙ্কা তুলনামূলক বেশি থাকে বায়ুমণ্ডলের আর্দ্রতার বিশেষ চরিত্রের জন্য। তবে জুলাই-আগস্ট মাসে ভরা বর্ষার মরশুমে বজ্রপাতের আশঙ্কা থাকে। কারণ এখানে বজ্রগর্ভ মেঘ থেকে মূলত বৃষ্টিপাত হয়।
প্রসঙ্গত, শেষ কয়েক মাসে এই কারণে, বিভিন্ন জেলায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। বুধবার শুধু মালদহে বাজ পড়ে সাতজনের মৃত্যু হয়েছে। অন্যান্য জেলায় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।