শেষ বৃষ্টিতে বিদায়ের সুর! রাজ্যে বর্ষা গুটোচ্ছে, থাকবে আর্দ্রতার গরমও

বর্ষা গুটোচ্ছে রাজ্য থেকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এ সপ্তাহের শেষ দিকেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায় শুরু হবে। তবে বিদায়ের আগে কিছু এলাকায় আবারও দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

বৃহস্পতিবার দুপুরের পর দক্ষিণবঙ্গের কিছু জেলায় স্থানীয় ভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টি নামতে পারে, যা সাময়িক জলমগ্নতা তৈরি করতে পারে।

তবে এই বৃষ্টি তাপমাত্রা কমাবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি কমবে না বরং দিনের বেলায় গরম আরও বাড়বে। বিশেষত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঘামাচি ভাব বজায় থাকবে।

উত্তরবঙ্গের আট জেলায়—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সেটিও হবে স্বল্প সময়ের জন্য।

আবহাওয়া দফতরের মতে, আগামী সোমবার পর্যন্ত একই ধরণের পরিস্থিতি বজায় থাকতে পারে। এরপর থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং ধীরে ধীরে রাজ্যজুড়ে বর্ষা বিদায়ের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Related posts

নোবেল শান্তি পুরস্কার পেয়ে ট্রাম্পকে উৎসর্গ করলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিচা মাচাদো

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এয়ারগান নিয়ে আটক শিক্ষক, জেরার পর মুক্তি, কালীঘাটে চাঞ্চল্য

সোনালি বিবিকে ভারতে ফেরানোর নির্দেশ বাংলাদেশ হাই কোর্টের, ‘দরিদ্ররাই নিশানায়’, বিজেপিকে তোপ তৃণমূল সাংসদের