দক্ষিণবঙ্গে বর্ষা এখনও অধরা, আশার আলো দেখালেন আবহবিদরা

বর্ষা সাধারণত ১ জুন দেশে প্রবেশ করে। তবে এ বছর কেরল, কর্নাটক, মহারাষ্ট্রে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছিল প্রায় ১০ দিন আগে। উত্তরে ২৯ মে বর্ষা এলেও দক্ষিণবঙ্গ এখনও অপেক্ষায়। কোথাও দেখা নেই বর্ষার স্বাদ, ঝিমিয়ে পড়েছে মৌসুমি বায়ু।

আবহবিদদের মতে, আগামী বৃহস্পতিবার (১২ জুন) থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরই বর্ষা ঢোকার ইঙ্গিত মিলতে পারে। পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৭০ শতাংশ এলাকায় টানা ছয় দিন বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগর ও আরব সাগরের বর্ষার শাখা আটকে থাকায় এখনও মধ্য ও উত্তর ভারতে গরম অব্যাহত। রাজস্থানের শ্রীগঙ্গানগরে সোমবার তাপমাত্রা ছিল ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহবিদদের আশ্বাস, দক্ষিণবঙ্গে খুব শিগগিরই বর্ষা প্রবেশ করবে। বজ্রবিদ্যুতের সতর্কতা ও ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিতে দমকা হাওয়ার পূর্বাভাসও রয়েছে।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস