দুর্গাপুরে চাঞ্চল্য! বেসরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ওই তরুণীর এক সহপাঠীও। আপাতত তিন জনকেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে কলেজ ক্যাম্পাসের আশপাশে ড্রোন উড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে চলছে ফরেনসিক নমুনা সংগ্রহের কাজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী ওড়িশার বাসিন্দা এবং দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী। শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানেই কয়েক জন যুবক তাঁকে হেনস্থা করে এবং পরে পাশের জঙ্গলে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে তরুণীর সহপাঠীকে আটক করে। রাতেই আরও দু’জনকে আটক করা হয়। পরদিন সকালে তিন জনকেই আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, আরও কয়েক জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ।