অবশেষে এ বারের মতো বিদায় নিল বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, উত্তর ও দক্ষিণ — দুই প্রান্ত থেকেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলার আকাশে বর্ষাবিদায়ের বার্তা পৌঁছল।
সাধারণত বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবরের প্রথম ১০ দিনের মধ্যে। কিন্তু এ বার সময় লেগেছে কিছুটা বেশি। দীর্ঘ টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছিল রাজ্যবাসী, এমনকি দুর্গাপুজোর সময়ও বৃষ্টি থামেনি। কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় পুজোর দিনগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে। সেই কারণে অনেকেই অপেক্ষা করছিলেন বর্ষাবিদায়ের ঘোষণা কবে হবে। অবশেষে সোমবার আবহাওয়া দফতরের বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে জানানো হল, বর্ষা বাংলা থেকে সরে গিয়েছে।
দফতরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের আরও কয়েকটি অঞ্চল থেকেও মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। কর্নাটক, তেলঙ্গানা, মহারাষ্ট্রের অধিকাংশ এলাকা থেকে বর্ষা সরে গিয়েছে। বাংলা, সিকিম, গোয়া, ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু অংশ থেকেও বর্ষার বিদায় সম্পূর্ণ।
পুজোর পর থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে শুরু করেছে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় এক ডিগ্রি কম।
এখন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে এখনই শীত ঢুকছে না রাজ্যে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তুরে হাওয়ার প্রভাব আরও কিছুটা বাড়লে তবেই শীতের আগমন ঘটবে। আপাতত রাজ্যে তৈরি হচ্ছে হেমন্তের আবহ— মনোরম, শীতল হাওয়ার সূচনা।