জিটিএ নির্বাচনকে কেন্দ্র করেই পাহাড়ে রাজনৈতিক পারদ চড়ছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নির্বাচনের। জিটিএ নির্বাচন এই মুহূর্তে বন্ধ করার দাবি জানিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চা । পাহাড়ের পরিস্থিতি ও পাহাড়বাসীর দাবির কথা মনে করিয়ে এই চিঠি পাঠান গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি।
আগামী ২৬ জুন পাহাড়ে জিটিএ নির্বাচন ঘোষণা করা হয়েছে। সর্বদলীয় বৈঠক করে তা জানিয়ে দেওয়া হয়েছিল। আর শুক্রবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল গোর্খা জনমুক্তি মোর্চা। সেখানে লেখা হয়েছে, নির্বাচন করার সিদ্ধান্ত আরও একবার ভেবে দেখুন। জিটিএ নিয়ে মোর্চার পক্ষ থেকে নবান্নে যে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছিল সে বিষয়টিও ভেবে দেখুন। পাহাড়ে স্থায়ী সমাধান চায় মোর্চা। আর সেই সমাধান না হওয়া পর্যন্ত কোনও ভোট নয়। এমনটাই দাবি বিমল গুরুংয়ের। তবে স্থায়ী সমাধান হিসাবে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতেই যদিও অনড় বিমল গুরুংরা। কিন্তু এই বিষয়ে কার্যত কর্ণপাত করতে চায় না নবান্ন।
সূত্রের খবর, নবান্ন থেকে সাড়া পেলেই অনশন ভাঙবেন বিমল গুরুং। পাহাড়ে স্থায়ী সমাধান চায় মোর্চা। স্থায়ী সমাধান চায় রাজ্য সরকারও। সেখানে এই অনশন মানতে রাজি নয় সরকার। কারণ গণতান্ত্রিক পথেই পাহাড়ে সমাধেন চায় রাজ্য সরকার। তাই এই নির্বাচন অত্যন্ত জরুরি বলে মনে করে সরকার।